জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নড়বড়ে শিক্ষা ও চিকিৎসা পরিষেবা কাঠামো এবং রাজনীতিবিদ, আমলা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের পাওয়া সুবিধা ও বিশেষাধিকারের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়েছে আজাদ কাশ্মিরে। হাজার হাজার মানুষ এতে যোগ দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।
গত চার দিনের বিক্ষোভে রাজধানী মুজাফফরাবাদে আইনশৃঙ্খলা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে আন্দোলনকারীদের। এতে নিহত হয়েছেন আট জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২২০ জন। আহতদের মধ্যে পুলিশ সদস্যদের সংখ্যা ১৭২ জন। বিক্ষোভ পরিস্থিতি শান্ত করতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজাদ কাশ্মিরের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য গঠন করা হয়েছে এ কমিটি।